ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও গাঁজাকে মাদক তালিকাভুক্ত করতে যাচ্ছে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৮ মে ২০২৪  
আবারও গাঁজাকে মাদক তালিকাভুক্ত করতে যাচ্ছে থাইল্যান্ড

থাইল্যান্ড সরকার আবারও গাঁজাকে মাদক হিসাবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ ঘোষণা দিয়েছেন।

২০১৮  সালে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য এবং ২০২২ সালে তৎকালীন সরকার বিনোদনের জন্য গাজা ব্যবহারের অনুমতি দিয়েছিল। এই পদক্ষেপের ফলে দেশটিতে গাঁজা পণ্য বিক্রি করা ছোট ব্যবসার দ্রুত বৃদ্ধি ঘটে, যার সংখ্যা এখন কয়েক হাজার।

আরো পড়ুন:

সমালোচকরা অভিযোগ করেছেন, গাঁজা সেবন ও বিক্রির নীতিগুলি এলোমেলোভাবে পরিবর্তিত হয়েছিল। কীভাবে এটি বিক্রি এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে ব্যাপক বিভ্রান্তি রয়েছে। 

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বুধবার বলেছেন, ‘আমি চাই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ম সংশোধন করুক এবং গাঁজাকে মাদক হিসেবে পুনরায় তালিকাভুক্ত করুক। মন্ত্রণালয়ের দ্রুত একটি নিয়ম জারি করা উচিত যাতে এটি শুধুমাত্র স্বাস্থ্য ও চিকিৎসা উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়