ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

পাপুয়া নিউ গিনিতে মাটিচাপা পড়েছে ৩ শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৫ মে ২০২৪  
পাপুয়া নিউ গিনিতে মাটিচাপা পড়েছে ৩ শতাধিক মানুষ

পাপুয়া নিউ গিনিতে বিশাল ভূমিধসের ফলে মাটির নিচে চাপা পড়েছে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১০০ বাড়ি।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টার দিকে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির উত্তরে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধস হয়।

পাপুয়া নিউ গিনি পোস্ট কুরিয়ার দেশটির সংসদ সদস্য আইমোস আকমের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিধসে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১৮২টি বাড়ি চাপা পড়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সম্পর্ক ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) শনিবার জানিয়েছে, মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘পোর্ট মোরেসবিতে অস্ট্রেলিয়ার হাই কমিশন ক্ষয়ক্ষতি এবং হতাহতের পরিমাণ সম্পর্কে আরও মূল্যায়নের জন্য পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে।’

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন শনিবার জানিয়েছে, উদ্ধারকারীরা অল্প জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছানোর পরে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়