ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১২ জুন ২০২৪   আপডেট: ১৩:৪৪, ১২ জুন ২০২৪
ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ কোরিয়া

ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল। দেশটিতে আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটিকে দক্ষিণ কোরিয়ায় এ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে শনাক্ত করা হয়েছে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি। 

দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বুয়ান কাউন্টির চার কিলোমিটার দক্ষিণে এবং সিউল থেকে প্রায় ২০৫ কিলোমিটার দক্ষিণে।

ন্যাশনাল ফায়ার এজেন্সি বলছে যে, তারা এখন পর্যন্ত বুয়ান এবং নিকটবর্তী শহর ইকসানে ছোটখাটো ৮টি ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছে। যার মধ্যে অন্তত তিনটি বাড়ি ও একটি গুদামের দেয়ালে ফাঁটল দেখা গেছে। 

উত্তর জোয়েলা প্রদেশের ফায়ার সার্ভিসের কর্মকর্তা জো ইউ-জিন বলেছেন, কর্মকর্তারা এলাকার বাসিন্দাদের কাছ থেকে প্রায় ৮০টি কল পেয়েছেন, যারা কম্পন অনুভব করেছেন। ন্যাশনাল ফায়ার এজেন্সির তথ্য বলছে, কেন্দ্রীয় উত্তর চুংচেং প্রদেশের ৩৮টি এবং দেশের রাজধানী সিউলে ৭টি সহ অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের কাছ থেকে অন্তত দুই শতাধিক কল করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু ভূমিকম্পের আফটারশকগুলোর সম্ভাবনা থেকে সতর্ক থাকতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পরিবহন নেটওয়ার্কগুলোর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার নিউক্লিয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিশন জানিয়েছে, ভূমিকম্পটি দেশের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে প্রভাবিত করেনি বলে জরুরি পরিদর্শন শেষে তারা নিশ্চিত হয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবেশী জাপানের তুলনায় কোরীয় উপদ্বীপে খুব কমই ভূমিকম্প হয়। দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়