ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েল ও মালির ফুটবল ম্যাচের নিরাপত্তায় থাকবে ১ হাজার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ জুলাই ২০২৪  
ইসরায়েল ও মালির ফুটবল ম্যাচের নিরাপত্তায় থাকবে ১ হাজার পুলিশ

প্যারিস অলিম্পিকে ইসরায়েল ও মালির মধ্যে ফুটবল ম্যাচ উপলক্ষে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড মারম্যানিন এ তথ্য জানিয়েছেন।

বুধবার পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে ইসরায়েল ও মালির মধ্যে ফুটবল ম্যাচটি হবে। একই দিন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিয়নে ইউক্রেন-ইরাক ম্যাচটি হবে। দুটি ম্যাচকেই ফরাসি নিরাপত্তা বাহিনী অতিঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছে।

জেরাল্ড মারম্যানিন বিএফএম টেলিভিশনকে বলেছেন, ‘প্রত্যেকটি প্রতিযোগিতায়ই নিরাপত্তা পরিকল্পনা রয়েছে, তবে এটা সত্য যে, এই দুটি ম্যাচ, বিশেষ করে পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামের ম্যাচটিতে সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আজ রাতে পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে খেলা নিশ্চিত করতে এক হাজার পুলিশ কর্মকর্তা থাকবেন।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্যারিস গেমসে অংশগ্রহণকারী প্রত্যেক ইসরায়েলি অ্যাথলেটের জন্য ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়