ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হওয়া নিয়ে যা বললেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১১:১৭, ১১ আগস্ট ২০২৪
বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হওয়া নিয়ে যা বললেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ভারতেও হতে পারে- এমন মন্তব্যকারীদের তীব্র সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি হুুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটা বাংলাদেশ না, এটা মোদির ভারত।’

রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের পর্যটনমন্ত্রী বলেন বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে কিছু লোক মন্তব্য করেছেন, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হবে। তারা সম্ভবত জানে না এটা বাংলাদেশ না, এটা ভারত এবং মোদি জি’র ভারত। যারা এমন করবে তাদের বোঝা উচিত তাদের কী হবে।’

সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করার সময় কারো নাম উল্লেখ করেননি পর্যটনমন্ত্রী। তবে তিনি কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদ এবং মনি শঙ্কর আইয়ারের সাম্প্রতিক করা মন্তব্যের জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

গত মঙ্গলবার এক অনুষ্ঠানে সালমান খুরশিদ বলেছিলেন, যদিও এই ভূপৃষ্টে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা ভারতেও হতে পারে।

এছাড়া মনি শঙ্কর আইয়ারও বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতকে তুলনা করেছিলেন। 

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ‘বাংলাদেশে যা কিছু ঘটেছে তা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য...ভারত সরকার ক্রমাগত এ বিষয়ে নজর রাখছে। আইনশৃঙ্খলা সঠিকভাবে ফিরে আসার পরে পরিস্থিতির উন্নতি হওয়া উচিত।’

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়