আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কারণ হিসেবে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন চায় আইসিসি তাদের প্রতিষ্ঠাকালীন নথি সংশোধন করুক যাতে প্রেসিডেন্ট এবং তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত না করা যায়। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যদি আদালত মার্কিন দাবি ও গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলি নেতাদের তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ডের জন্য পূর্ববর্তী তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ না করে - তাহলে ওয়াশিংটন আইসিসির আরো কর্মকর্তাকে শাস্তি দিতে পারে। একইসঙ্গে আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
দীর্ঘদিন ধরেই রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করে আসছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, আদালত মার্কিন সার্বভৌমত্বকে লঙ্ঘনের চেষ্টা করছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন আইসিসি সদস্যদের কাছে তাদের দাবিগুলো জানিয়েছে। কিছু মার্কিন মিত্রও আদালতকেও বিষয়টি জানিয়েছে।
২০০২ সালে রোম সংবিধির পক্ষ থেকে আইসিসি প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে রাষ্ট্রপ্রধানদের বিচার করার ক্ষমতা ছিল।
গাজা সংঘাতের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আইসিসির বিচারকরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ২০২০ সালের মার্চ মাসে প্রসিকিউটররা আফগানিস্তানে একটি তদন্ত শুরু করেছিলেন, যেখানে মার্কিন সেনাদের সম্ভাব্য অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ২০২১ সাল থেকে আদালত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা তদন্তকে অগ্রাধিকার না দিয়ে আসছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তদন্ত শেষ করেনি।
যুদ্ধ ট্রাইব্যুনালকে এই অভিযোগগুলো প্রত্যাহার করতে বাধ্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরুতে বিচারক এবং প্রসিকিউটরসহ নয়জন আইসিসি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে আদালতকে একটি সত্তা হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থেকেছে।
ঢাকা/শাহেদ