ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ভাড়াটিয়াকে মারধর : বাড়িওয়ালা ও তার ভাতিজার জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভাড়াটিয়াকে মারধর : বাড়িওয়ালা ও তার ভাতিজার জামিন

পুরান ঢাকায় ভাড়াটিয়া ও তার দুই ছেলেকে পেটানোর মামলায় বাড়িওয়ালা ও তার ভাতিজাকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- রাজু আহমেদ ও তার ভাতিজা দাউদ ইব্রাহিম সোহান।

এদিন পুলিশ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। অপরদিকে, আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। বাদীও আদালতে হাজির ছিলেন। আসামিদের জামিন দিলে তার কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হান্নান নামের এক ব্যক্তি পরিবার নিয়ে পুরান ঢাকার হোসেনী দালানের শিয়া মসজিদ এলাকার একটি বাসায় ১২ হাজার টাকা মাসিক ভাড়ায় থাকেন। মঙ্গলবার বিকেলে বাড়িওয়ালা রাজু ভাড়াটিয়া হান্নানকে রাস্তায় পেয়ে ভাড়া দাবি করেন। হান্নান তা দিতে অপারগতা প্রকাশ করেন। তখন রাজু ও তার ভাতিজা সোহান মিলে হান্নানকে মারধর করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে হান্নানের দুই ছেলে আসলে তাদেরকেও মারধর করা হয়।

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়