ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

হাবিব-উন নবী খান সোহেলের জামিন, তবে মুক্তি মিলছে না 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৩০ এপ্রিল ২০২৪  
হাবিব-উন নবী খান সোহেলের জামিন, তবে মুক্তি মিলছে না 

রাজধানীর পল্টন ও রমনা থানার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি মিলছে না তার।

সোহেলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন। তিনি বলেন, গত ২১ মার্চ সোহেল এ চার মামলায় উচ্চ থেকে ৬ সপ্তাহের জন্য জামিন পান। তবে সোহেল আরেক মামলায় কারাগারে থাকায় গত ২৮ এপ্রিল কারাগার থেকে তাকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আজকে আদালতে উপস্থিত করা হয়। চার মামলায় আত্মসমর্পণপূর্বক তার জামিনের আবেদন করি। আদালত সন্তুষ্ট হয়ে আগামী ২৬ জুন পর্যন্ত জামিনের আদেশ দেন।

তিনি বলেন, সোহেলকে কারামুক্ত হতে হলে আরও তিন মামলায় জামিন পেতে হবে। আশা করি, শিগগিরই তিনি কারামুক্ত হতে পারবেন। 

গত ৩১ মার্চ সকালে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব-উন নবী খান সোহেল পৃথক তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জানা যায়, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। 

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ