ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধার ৩ উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২০ মে ২০২৪  
গাইবান্ধার ৩ উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার (২১ মে) গাইবান্ধার তিন উপজেলায় ভোটগ্রহণ করা হবে। তিন উপজেলা হলো গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। সোমবার (২০ মে) বিকেল পর্যন্ত এ সব ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মুত্তালিব।

আরো পড়ুন:

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিন উপজেলায় ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪১৮টি এবং ভোট কক্ষ রয়েছে ২ হাজার ৮৮৩টি। এসব ভোট কেন্দ্রে ৪১৮ জন প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ও পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া ৪০ জন নির্বাহী 
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবিসহ র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। 

গাইবান্ধার তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৭ জন, পলাশবাড়ীতে ৬ জন ও গোবিন্দগঞ্জ উপজেলায় ২ জন রয়েছেন। 

সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন; পলাশবাড়ী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ১৯ হাজার  ৯২৩ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৩ জন। 

লুমেন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়