ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

টেকনাফে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, এনজিও কর্মকর্তা নিহত 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২১ মে ২০২৪   আপডেট: ০৯:২৭, ২১ মে ২০২৪
টেকনাফে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, এনজিও কর্মকর্তা নিহত 

কক্সবাজারের টেকনাফে ট্রাকের ধাক্কায় রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) নামে মোটরসাইকেল আরোহী এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) রাত ৮ টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাকিব মোহাম্মদ মনিরুল আজম টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।  তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে এসআই আবুল হোসাইন বলেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন দক্ষিণের ব্রিজ এলাকায় কক্সবাজারমুখি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে আরোহী রাকিবের মৃত্যু ঘটে। 

তিনি আরও বলেন, বিকালে রাকিব রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষ করেন। পরে রাত ৮ টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় পরিচিতিদের সাথে সময় কাটান। রাতে মোটর সাইকেলযোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এ দুর্ঘটনায় পড়েন।

আবুল হোসাইন বলেন, স্থানীয়রা জানিয়েছেন, বিকালে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প সময়ের বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সময় কিছু পরিমান পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের উপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি সেখানে পৌঁছালে বৃষ্টির জমে থাকা পানিতে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের উপর পড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তারেকুর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়