ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পুলিশে দুর্নীতিবাজের জায়গা নেই: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৭, ১৭ নভেম্বর ২০২০
পুলিশে দুর্নীতিবাজের জায়গা নেই: আইজিপি

মতবিনিময় সভায় বক্তব‌্য রাখছেন বেনজীর আহমেদ

কোনো পুলিশ সদস্য অবৈধ অর্থ উপার্জনে জড়িত থাকতে পারবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। পুলিশে ঘুষখোর-দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই।’

মঙ্গলবার (১৭ নভেম্বর ) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরতদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিন তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রত‌্যেক খাতে উন্নয়ন হয়েছে। পুলিশ  আগের চেয়ে  এগিয়েছে। পুলিশ সদস্যদের মনোজগতের পরিবর্তন দরকার। দরকার তাদের আচরণের পরিবর্তনও। জনগণের সঙ্গে খারাপ আচরণ করা থেকে সচেতনভাবে বেরিয়ে আসতে হবে।’

জনগণের সঙ্গে ভালো ব্যবহার করলে, মানুষ তা মনে রাখে উল্লেখ করে আইজিপি বলেন, ‘করোনাকালে পুলিশের প্রতি সাধারণ মানুষের মনোভাব এর উৎকৃষ্ট উদাহরণ। নিজের কাজকে ভালোবাসতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।’ 
বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আরও আধুনিকায়ন করা হবে। দেশের আট বিভাগে বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়ন করা হচ্ছে।পু‌লিশ মেডিক‌্যাল সার্ভিস চালুর উদ‌্যোগ নেওয়া হ‌চ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা শফিকুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ঢাকা/ মাকসুদ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়