ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:১২, ২৫ এপ্রিল ২০২৪
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরের আদালত এ রায় দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাইমুল ইসলাম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বাবার সঙ্গে বসবাস করত ভুক্তভোগী কিশোরী। আর ভুক্তভোগীর মা বিদেশে থাকতেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাসায় ওই কিশোরীকে ধর্ষণ করেন তার বাবা।

এ ঘটনায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে ভুক্তভোগী। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে। ওই বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

মামুন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়