ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

আত্মগোপনে থাকা হেফাজত নেতা টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৫, ২৭ এপ্রিল ২০২১
আত্মগোপনে থাকা হেফাজত নেতা টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

শাপলা চত্বরে তাণ্ডবের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  তাকে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান রিপন রাইজিং বিডিকে বলেন, তিনি ভাষানটেকের একটি মসজিদের খতিব।  তবে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে সহিংসতা ও তাণ্ডব চালানো হয়, সেই মামলায় এজাহারভুক্ত আসামি।  এছাড়া সম্প্রতি আন্দোলনের নামে যে নাশকতা করা হয়েছে তার সঙ্গেও এই নেতার সংশ্লিষ্টতা রয়েছে। তবে সহিংসতার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এরপর প্রযুক্তির সহযোগিতা নিয়ে তার অবস্থান নিশ্চিত  হওয়ার পর গ্রেপ্তার করা হয়।

মাকসুদ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়