ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১০ মার্চ ২০২২  
সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ৪

সিআইডির সংবাদ সম্মেলন

বিভিন্ন মডেল, সেলিব্রেটি ও অভিনেত্রীদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সিআইডির সদর দপ্তর থেকে এ তথ‌্য জানানো হয়। 

আরো পড়ুন:

সিআইডি জানায়, সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগ বুধবার (৯ মার্চ) রাতে যাত্রাবাড়ী ও  গুলশানে পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. মাসুম বিল্লাহ, বিউটি আক্তার, সাবিনা আলম ও মো. রুবেল। 

গ্রেপ্তারকৃতরা  মোবাইলে এসএমএস এর মাধ্যমে শহরের নামি দামি মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডের আহ্বান জানায়। চক্রের অন্যতম সদস্য মাসুম বিল্লাহ এসএমএস এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বসাধারণের মোবাইলে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব দেয়। চক্রের সদস্যরা ঢাকা এবং আশেপাশে অসহায় তরুণীদের টার্গেট করে।  তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। পরবর্তীতে তরুণীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নানারকম প্রলোভন দেখায়। তাদের অনৈতিক কাজ করতে বাধ্য করে। চক্রটির এ ধরনের কর্মকাণ্ডে দেশের সামাজিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়