ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শবে বরাতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৮ মার্চ ২০২২  
‘শবে বরাতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘পবিত্র শবে বরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। এ রাতের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত। এ রাতে বিশ্বের সব মুসলমানের মতো বাংলাদেশেও মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এবাদত-বন্দেগি করেন। রাতটি যেন সুশৃঙ্খলভাবে পালিত হয়, সেজন্য রাজধানীর প্রতিটি এলাকায় দায়িত্ব পালন করবেন র‌্যাব সদস্যরা। রাতে কেউ যেন আতশবাজি কিংবা পটকা ফাটিয়ে শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্যই এ তৎপরতা। এ রাতে কোনো গোষ্ঠী যেন ফায়দা হাসিলের চেষ্টা করতে না পারে, সে বিষয়টিও মাথায় রেখে পরিকল্পিত নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পাড়া-মহল্লার অলিগলি থেকে সব মসজিদ নিরাপত্তাবলয়ের আওতায় থাকবে।  তারপরও কেউ যদি এ রাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা’, ‘বুশরা পুরুষ ও মহিলা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ মেট্রো হাউজিং’ এতিমখানায় ৫ শতাধিক দুস্থ মানুষ ও এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক। খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, র‌্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ, র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এবং র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-২ এর অন্যান্য কর্মকর্তা।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়