ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

‘শবে বরাতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৮ মার্চ ২০২২  
‘শবে বরাতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘পবিত্র শবে বরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। এ রাতের পবিত্রতা ও শান্তি বজায় রাখতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত। এ রাতে বিশ্বের সব মুসলমানের মতো বাংলাদেশেও মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এবাদত-বন্দেগি করেন। রাতটি যেন সুশৃঙ্খলভাবে পালিত হয়, সেজন্য রাজধানীর প্রতিটি এলাকায় দায়িত্ব পালন করবেন র‌্যাব সদস্যরা। রাতে কেউ যেন আতশবাজি কিংবা পটকা ফাটিয়ে শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্যই এ তৎপরতা। এ রাতে কোনো গোষ্ঠী যেন ফায়দা হাসিলের চেষ্টা করতে না পারে, সে বিষয়টিও মাথায় রেখে পরিকল্পিত নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পাড়া-মহল্লার অলিগলি থেকে সব মসজিদ নিরাপত্তাবলয়ের আওতায় থাকবে।  তারপরও কেউ যদি এ রাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা’, ‘বুশরা পুরুষ ও মহিলা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ মেট্রো হাউজিং’ এতিমখানায় ৫ শতাধিক দুস্থ মানুষ ও এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক। খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, র‌্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ, র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এবং র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-২ এর অন্যান্য কর্মকর্তা।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়