ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউমার্কেটে সংঘর্ষ: দুই হত্যা মামলা তদন্ত করবে ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২২ এপ্রিল ২০২২  
নিউমার্কেটে সংঘর্ষ: দুই হত্যা মামলা তদন্ত করবে ডিবি

নাহিদ ও মোরসালিন (সংগৃহীত ছবি)

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত দুজনের স্বজনদের দায়ের করা মামলা দুটির তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন তথ্য-প্রমাণ ডিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শ ম কাইয়ুম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগে কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মোরসালিন হত্যা মামলার সব ডকুমেন্টও গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দুটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি।’

উল্লেখ্য, ১৮ এপ্রিল মধ্যরাতে নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দিন দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে আহত নাহিদ বুধবার (১৯ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) একই হাসপাতালে মারা যান মোরসালিন। দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়