ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীসহ মৃণাল কান্তি ও আব্দুল ওয়াদুদের দেশত্যাগে নি‌ষেধাজ্ঞার আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৩৪, ২৩ অক্টোবর ২০২৪
স্ত্রীসহ মৃণাল কান্তি ও আব্দুল ওয়াদুদের দেশত্যাগে নি‌ষেধাজ্ঞার আবেদন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদের দেশত‌্যা‌গে নিষেধাজ্ঞার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে আদালত বরাবর পৃথক ওই আবেদন করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ক্ষমতার অপব্যবহার ক‌রে নিজ ও স্ত্রীর না‌মে-বেনা‌মে বিপুল অবৈধ সম্প‌দের মা‌লিক হ‌য়ে‌ছেন। গ‌ড়ে‌ছেন গা‌ড়ি-বা‌ড়ি ও অর্থ সম্পদ। শুধু তাই নয়, অবৈধ সম্পদ অর্জন ক‌রে তারা বি‌দে‌শে টাকা পাচার ক‌রে‌ছেন।

দুদক জানায়, সা‌বেক দুই এম‌পি ও জেলা প‌রিষদ সদস্যের বিরু‌দ্ধে অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচা‌রের অভিযোগ অনুসন্ধা‌ন কর‌ছে ক‌মিশন। তা‌দের অবৈধ সম্প‌দের খোঁজে প্রকাশ‌্য অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নি‌তে যা‌চ্ছে দুদক।
 

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়