ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২৪ মার্চ ২০২৫  
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীর জামিন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, “এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আপিল করবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২০ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। পরে দায়রা জজ আদালত ১৬ মার্চ তার আবেদন নামঞ্জুর করেন। এরপর ১৮ মার্চ হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মেহেরপুরের কলেজ মোড়, চুলকুনি মোড় ও কোর্ট মোড়ে ছাত্র ও অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।

এ ঘটনায় ১৯ আগস্ট মামলাটি করেন মেহেরপুর সদরের মো. হাসনাত জামান। মামলায় ১২ নম্বর আসামি মোনালিসা ইসলাম।

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়