ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামলাকারী ভারত পালিয়ে গেছে পুলিশের কাছে এমন তথ্য নেই: ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৯, ১৪ ডিসেম্বর ২০২৫
হামলাকারী ভারত পালিয়ে গেছে পুলিশের কাছে এমন তথ্য নেই: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এমন কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। 

রবিবার (১৪  ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘‘অপরাধীরা পালিয়ে গেছে বা বিদেশে চলে গেছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। ওসমান হাদির ওপর হামলা ‘টার্গেট কিলিং’ কিনা, সে ধরনের কোনো সম্ভাবনাও এখন পর্যন্ত পাওয়া যায়নি।’’

তিনি বলেন, ‘‘এ ঘটনার সর্বশেষ আপডেট জানাতে বিকেল চারটায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।  হামলাকারীকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আমরা সনাক্ত করে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বেলা দুইটা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/এমআর//

সর্বশেষ

পাঠকপ্রিয়