ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩ ঘণ্টা উড়বে না উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ ঘণ্টা উড়বে না উড়োজাহাজ

বিমান বাহিনীর মহড়ার কারণে আগামীকাল বুধবার প্রায় তিন ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে কোনো উড়োজাহাজ উড়বে না।

মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে একটি নোটিশ ফর এয়ার ম্যান (নোটাম) জারি করেছে।

নোটিশে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ন্যাশনাল প্যারডের এয়ার শো অনুষ্ঠিত হবে। তাই এর প্রস্তুতিমূলক মহড়ার জন্য আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকবে।

এদিকে দেশি-বিদেশি উড়োজাহাজ সংস্থার কর্মকর্তারা জানান, নোটাম পাওয়ায় ফ্লাইট শিডিউল পরিবর্তন করা হয়েছে, যাতে ওই সময় ঢাকার আকাশে কোনো উড়োজাহাজের উপস্থিতি না থাকে। তবে যাত্রীদের পূর্ব নির্ধারিত সময়েই বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়