ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত‌্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত‌্যু

ঢাকার কেরানিগঞ্জের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ আরো দুই জন মারা গেছেন। তারা হলেন সুমন হাওলাদার ও দূর্জয় দাস।

রোববার সন্ধ্যায় দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। এ নিয়ে মর্মান্তিক ওই দুর্ঘটনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ১৯ জনে।

সুমনের ভাই সাইফুল জানান, চিকিৎসধীন অবস্থায় রোববার সন্দ্ধ্যা ৬টায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি হাসপাতালে মারা যান সুমন। ৩ ভাই, ৩ বোনের মধ্যে সে সবার ছোট ছিল।

অন্যদিকে ৩ দিন আগে কারখানার আগুনে পোড়া দুর্জয়কে তার স্বজনেরা বাসায় নিয়ে চিকিৎসা চালিয়ে যান। তবে রোববার দুপুরে বাসায় চিকিৎসাধীন অবস্থায় দুজর্য় মারা যান। তিনি ওই কারখানার একজন শ্রমিক ছিলেন।

এর আগে ১১ ডিসেম্বরের চুনকুটিয়ার ওই আগুনে রোববার সকালেও তিনজন মারা যান।

জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের নগদ ২০ হাজার টাকা এবং আহতদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। মন্ত্রণালয় তাদের আর্থিক সহযোগিতা করবে বলে জানা গেছে।

 

ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়