ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বাংলাদেশ-ভারতের সামরিক মহড়া শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-ভারতের সামরিক মহড়া শুরু

ভারতের মেঘালয় রাজ্যের উমরোই সেনানিবাসে বাংলাদেশে ও ভারতের যৌথ সামরিক মহড়া সম্প্রীতি-৯ শুরু হয়েছে।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, গত ৩ ফেব্রুয়ারি এই মহড়া শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে মহড়াটি আগামী ১৬ ফেব্রুয়ারি পর্ষন্ত চলবে। এই মহড়ায় বাংলাদেশ থেকে ১৬৯ জন অফিসার ও সৈনিক এবং ভারতের ১৪২ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪২তম ইনফেন্ট্রি রেজিমেন্ট এবং ভারত সেনাবাহিনীর ২০ বিহার রেজিমেন্ট ১৪ দিনের এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে। যৌথ এই সামরিক মহড়ার উদ্দেশ্য- উভয় দেশের সেনা সদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করা।

মাঠ পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশ একে অন‌্যের বিভিন্ন সংস্থার কাঠামো এবং যুদ্ধকৌশল বিষয়ে সম্যক ধারনা লাভ করবে। যৌথ প্রশিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে সাহায্য করবে। এছাড়া দুই দেশের সশস্ত্রবাহিনী এক অপরের যুদ্ধকৌশল বিষয়ে জানতে পারবে। ভারত ও বাংলদেশের মাঝে সামরিক আস্থা ও বিশ্বাস দৃঢ় করতে উভয় দেশ একে আপরের যুদ্ধ কৌশল সম্পর্কে ধারণা লাভ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ