ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

সুনামগঞ্জে সরকারিভাবে ধান কেনা শুরু  

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ৭ মে ২০২৪   আপডেট: ২২:২৮, ৭ মে ২০২৪
সুনামগঞ্জে সরকারিভাবে ধান কেনা শুরু  

চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় চাষির মুখে হাসি ফুটেছে। সুনামগঞ্জে সরকারিভাবে এই বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সেখানে মন্ত্রী বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর কৃষক ধানের সন্তোষজনক মূল্য পাচ্ছে। তাই ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ বেশি থাকবে। ধানের উৎপাদনের কথা চিন্তা করে সরকার ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গুদামে ধান নিয়ে আসলে কৃষক যাতে হয়রানির শিকার না হয়, সেটি নজর রাখতে নির্দেশ দেন তিনি। 

চলতি মৌসুমে সুনামগঞ্জে ১৩ লাখ ৭৭ হাজার ৫০৪ টন ধান উৎপাদন হয়েছে। যেখান থেকে সরকার ২৯ হাজার ৮১১ টন ধান কেনার লক্ষমাত্রা নির্ধারণ করেছে।

উদ্বোধনের পরে দুই জন কৃষকের কাছ থেকে ৬ মেট্রিক টন ধান কিনে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ শুরু করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। প্রতিমণ ধান ১ হাজার ২৮০ টাকা দরে কেনা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ মাইনুল ইসলাম ভুঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, খাদ্য পরিদর্শক আব্দুল আহাদ, ব্যবসায়ী জিয়াউল হক, হাজী আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।  
 

মনোয়ার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়