ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিপুণ ইস্যুতে মুখ খুললেন খসরু

প্রকাশিত: ১৯:৪৯, ১৯ মে ২০২৪   আপডেট: ২০:০৪, ১৯ মে ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তার রেশ এখনো রয়ে গেছে। নির্বাচনের ২৬ দিন পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। অভিযোগের তির প্রধান নির্বাচন কমিশনার ও আপিলবোর্ডের দিকে।

বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। নিপুণ ইস্যুতে এবার মুখ খুললেন এই প্রযোজক। তিনি বলেন, ‘বিষয়টি অফিসিয়ালি আমি অবগত না। নিউজের মাধ্যমে জেনেছি। নির্বাচন কমিশনের যদি ভুল-ত্রুটি থাকে তাহলে সেটি মামলাতেই প্রমাণ হবে। আর নির্বাচন কমিশন যদি সঠিক করে থাকে তাহলে সেখানেই প্রমাণ হবে।’

আরো পড়ুন:

নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও এখনো কোনো কাগজ পাননি বলে জানিয়েছেন খসরু। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো কাগজ পাইনি। কোর্ট থেকে নোটিশ করলে আমার আইনজীবীর মাধ্যমে উত্তর দেব। আমার মনে হচ্ছে, এটা বেশি দিন যাবে না।’

শুনানি শেষ হয়ে যাবে উল্লেখ করে খসরু বলেন, ‘গতবারের মতো অনেক দূর গড়ানোর মতো কোনো অবস্থান নেই। এটা নিয়ে দীর্ঘ প্রক্রিয়ায় যাওয়া যাবে না। যারা মামলা করেছেন, তারা মনে করেছেন, তারা তাদের জায়গায় সঠিক আছেন। পরে যখন মামলার ফলাফলে দেখা যাবে বিষয়টি সঠিক নাই, তখন তারা আবার আস্তে আস্তে তাদের জায়গা থেকে নিভৃত হবে। পরবর্তীতে হয়তো আবার মামলা করবেন না।’

নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পর কমিশনের চেয়ারম্যান খসরু নিপুণকে চলে যেতে বলেছিলেন, এমনটাই দাবি করেছেন নিপুণ। এ প্রসঙ্গে খসরু বলেন, ‘বিষয়টি এমন নয়। কেউ যদি জানতে চায় কি অবস্থা। আমরা তো বলতেই পারি ওই প্যানেল ভালো করেছে। যারা খারাপ করেছে সেটা তো বলতেই পারি। এটা দোষের কিছু মনে করি না।’

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

 

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়