ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মৎস্য ও মৎস্যপণ্য আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৎস্য ও মৎস্যপণ্য আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৬ এপ্রিল) গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আইনের খসড়া গত বছরের ১৯ মার্চ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়, অনুমোদিত আইনের খসড়া অনুযায়ী কোনো ব্যক্তি রপ্তানির কিংবা অভ্যন্তরীণ বাজারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে মৎস‌্য কিংবা মৎস‌্যপণ‌্য বিক্রি করলে অনধিক ৭ বছর কারাদণ্ড (কিন্তু পাঁচ বছরের নিচে নয়) অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।  এর আগে আইনে ৬ মাসের  কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড ছিল।

দেশের মৎস্য ও মৎস্যপণ্যের রপ্তানি বাজার ধরে রাখতে এ আইনটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের নতুন বাজারে প্রবেশে মানসম্মত পণ্য  রপ্তানি করতে প্রয়োজনীয় সংশোধন করে অনুমোদন দেওয়া হয়েছে।


ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়