ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজেকে নির্দোষ দাবি সালমানের

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১০ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেকে নির্দোষ দাবি সালমানের

সালমান খান

বিনোদন ডেস্ক : ১০ মার্চ, বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ হত্যা এবং বেআইনি অস্ত্র মামলার জবানবন্দি দিতে যোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়েছিলেন সালমান খান। জবানবন্দিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এ অভিনেতা।

ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিতে সালমান বলেন, ‘আমি নির্দোষ এবং ফরেস্ট অফিসার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছেন।’

এর আগে উদয় রাঘবন নামের এক সাক্ষী জানিয়েছিলেন, মুম্বাই থেকে সালমানকে তিনি অস্ত্র এনে দিয়েছিলেন। এছাড়া এ বিষয়ক একটি লিখিত বিবৃতিতে সালমানের সাক্ষরও রয়েছে। এ বিষয়ে সালমান জানান, তার কাছ থেকে জোরপূর্বক সাক্ষর নেওয়া হয়েছিল।

আগামী ৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কৃষ্ণসার হরিণ হত্যা এবং বেআইনি অস্ত্র মামলাটি গত ১৮ বছর ধরে চলে আসছে। ১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায় শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান সহ আরো কয়েকজন বলিউড অভিনেতার বিরুদ্ধে।

সালমানের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখারও অভিযোগ ওঠে। অভিযোগ, তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল তার লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল।
 
সে সময় পুলিশের কাছে সালমানের বিরুদ্ধে সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগও দায়ের করা হয়।


রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৬/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়