ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী স্মরণে দোয়া

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী স্মরণে দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রখ্যাত আলেমে দ্বীন, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী (রহ.) এর স্মরণে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ, মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ইসলামের খেদমতে আল্লামা জালালুদ্দিন আল কাদেরী (রহ.) এর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় খতিব কাউন্সিলের সাধারন সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিঞা (মুস্তাকিমহুজুর)                                                                                                                                                                                                                                            

 

দোয়া মাহফিলে শরিক হন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব) ড. মো. আলফাজ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মু. হারুনুর রশিদ, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মাওলানা হাবিবুল মতিন সরকার, পরিকল্পনা বিভাগের পরিচালক লুৎফর রহমান সরকার, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক আবদুল হাই ভূঁইয়া, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক একেএম মফিজুর রহমান, ইসলামিক মিশন বিভাগের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম ও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।


 



রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৬/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়