ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

সিনিয়র সচিব হলেন মফিজুল ইসলাম

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনিয়র সচিব হলেন মফিজুল ইসলাম

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলামকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করেছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাকে আগের দপ্তরেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মফিজুল ইসলাম ঢাকা জেলার বাড্ডা থানাধীন সাতারকুলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের নিয়মিত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৮৬ সালের ১ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন।

২০১৮ সালের ২৯ নভেম্বর থেকে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১০ জন।

মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরেই তাদের অবস্থান। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়