ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

এনআইডির মহাপরিচালকসহ ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এনআইডির মহাপরিচালকসহ ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ নির্বাচন কমিশন সচিবালয় ও এর বিভিন্ন কার্যালয়ের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আসাদুল হক জানান, পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বাসায় থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন। তার স্ত্রী ও এক মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও বাসায় চিকিৎসাধীন।

তিনি আরো জানান, আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫৮ জন রাজস্ব খাতের। তাদের মধ্যে ২৬ জন কর্মকর্তা এবং ৩২ জন কর্মচারী। আউটসোর্সিং খাতের ২১ জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। বাকিরা নিজ বাড়িতে কোয়ারেন্টাইন/আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ‌্যে কেউ মারা যাননি।

ঢাকা/হাসিবুল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়