ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রকাশিত: ২২:২৫, ৫ মে ২০২৪  
ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. জাহাঙ্গীর (৬০) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) রাত সোয়া ৮টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কয়েদি। পরে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই তাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 
জানা গেছে, ওই কয়েদি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি গ্রামে। বাবার নাম কাশেম আলী। তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
 
গত মার্চ মাসে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ২০ মার্চ ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সুস্থ হলে ওই বন্দিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।  আজ আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়