ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৫ মে ২০২৪  
টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ চরিত্রে বার্নার্ড হিল

হলিউডের দর্শকনন্দিত সিনেমা টাইটানিক ও লর্ড অব দ্য রিংস অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান। খবর বিবিসির।

প্রতিবেদন মতে, টাইটানিক ও লর্ড অব দ্য রিংসে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন বার্নার্ড হিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।

বার্নার্ড হিলের প্রতিনিধি লু কুলসন জানান, রোববার ভোরে মারা যান অভিনেতা বার্নার্ড হিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সঙ্গীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, ‘‌তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথ চলা সত্যি অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’

বার্নার্ড হিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী। সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে তার টিভি পর্দায় ফেরার কথা ছিল।

কাকতালীয়ভাবে রোববার থেকে নাটকটির সম্প্রচার শুরু হয়। এতে বার্নার্ডের সাথে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।  

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়