ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

তপ্ত নগরে কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাস

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৬ মে ২০২৪   আপডেট: ১০:৩৫, ৬ মে ২০২৪
তপ্ত নগরে কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাস

কৃষ্ণচূড়ার লাল রঙে ভেসে ওঠে গ্রীষ্মের সৌন্দর্য

ধুলা, দূষণ, যানজট আর কংক্রিটের এই নগরী যখন পুড়ছে তীব্র তাপপ্রবাহে, ঠিক তখনই শহরের চারপাশের সবকিছুকে রক্তিম রঙে রাঙিয়ে তুলছে কৃষ্ণচূড়া। সাইফ বরকতুল্লাহ’র তোলা কিছু ছবিতে দেখুন কৃষ্ণচূড়ার মোহনীয় রঙ।

কৃষ্ণচূড়ার লাল রঙেই ভেসে ওঠে গ্রীষ্মের প্রকৃত সৌন্দর্য। রোদ ঝলমলে দিনে, নীল আকাশের নিচে এই ফুল দিগন্তকে যেন সাজিয়ে তোলে মোহনীয় রূপে।

ঢাকার প্রায় প্রতিটি রাস্তার পাশে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া। সেখানে ফুটে থাকা কৃষ্ণচূড়ার রক্ত লাল রঙে মুগ্ধ হন না, এমন মানুষ মেলা ভার। তাই তো এই প্রখর রোদ উপেক্ষা করে থরে থরে ফুটে থাকা এই ফুলের সৌন্দর্য ফ্রেমবন্দী করার সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রকৃতিপ্রেমীরা।

তপ্ত গ্রীষ্মে এই ধূসর নগরের ভাঁজে ভাঁজে এখন ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার মোহনীয় রক্তিম রঙে চোখ জুড়ানো জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায়।

ইটপাথরের সারি সারি দালানকোঠার ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে আগুনঝরা কৃষ্ণচূড়া।প্রকৃতির এই অপরূপ শোভা দেখে মুগ্ধ রাজধানীবাসী।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়