দুবাইয়ের হারের ম্যাচে মিতব্যয়ী মোস্তাফিজুর
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
মোস্তাফিজুর রহমান
বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দু্যতি ছড়াচ্ছেন বাংলাদেশের পেসার।
বাঁহাতি দ্রুতগতির বোলার রবিবার (১৪ ডিসেম্বর) ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে ছিলেন মিতব্যয়ী। তার বোলিং দলের কাজে আসেনি। ডেসার্ট ভাইপার্স ৫ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালসকে।
আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে ১৬৬ রান করে। জবাব দিতে নেমে ডেসার্ট ভাইপার্স ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ৫ উইকেট হাতে রেখে। দলের হারের ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন মোস্তাফিজুর। ১টি করে চার ও ছক্কা হজম করেন তিনি। ডট বল ছিল ৮টি। ইকোনমি ৭.৫০।
ডেসার্ট ভাইপার্সের এটি ষষ্ঠ জয়। ছয় ম্যাচ খেলে প্রতিটি জিতেছে তারা। দুবাইযের পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়।
রান প্রসবা উইকেটে দুবাইয়ের ব্যাটিং যুৎসই হয়নি। দলের হয়ে লুইস ডি প্লু ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। ৩০ বলে ৪৯ রান আসে জর্ডান কক্সের ব্যাট থেকে। শেষ দিকে দাসুন শানাকা ১৮ বলে ২৯ রান করেন ২ চার ও ১ ছক্কায়। ডেসার্টে হয়ে বল হাতে ১৭ রানে ২ উইকেট নেন স্যাম কুরান।
জবাব দিতে নেমে ডেসার্ট ৪ ওভারে ৩২ রান তুলে নেয় কোনো উইকেট না হারিয়ে। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর। প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি। পাকিস্তানের হার্ডহিটার ওপেনার ফখর জামান মোস্তাফিজুরের স্লোয়ার বাউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। নিজের প্রথম ওভারে ১১ রানে ১ উইকেট নেন তিনি।
পরের ওভার করতে ফেরেন ইনিংসের ১১তম ওভারে। ১০ রান দেন এই ওভারে। নিজের শেষ দুই ওভারে মোস্তাফিজুর ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার চেষ্টা করেন। ৩০ বলে ৩৬ রানের প্রয়োজনে নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ঠিক একইভাবে নিজের শেষ ওভারে ৫ রান দিয়ে ম্যাচে রোমাঞ্চ আনার চেষ্টা করেন। যদিও ডেসার্টের হাতে উইকেট ছিল। তাদের আত্মবিশ্বাস ছিল ভরপুর।
তাই মোস্তাফিজুরের ভালো বোলিংও খুব একটা কাজে আসেনি। এখন পর্যন্ত ৪ ম্যাচে মোস্তাফিজুরের উইকেট ৬টি।
ঢাকা/ইয়াসিন