ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৪ অক্টোবর ২০২০  
ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

ব্যারিস্টার রফিক-উল হক (ফাইল ফটো)

খ‌্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব‌্যক্তিরা।

শনিবার (২৪ অক্টোবর) পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ‌ধ‌্যাপক ড. হারুন-অর-রশিদ প্রমুখ।

শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। অকুতোভয় আইনজীবী হিসেবে তিনি আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তার মূল্যবান পরামর্শ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে।’

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘আইন পেশায় ব্যারিস্টার রফিক-উল হকের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।’

পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক বাংলাদেশের আইন অঙ্গনে এক বাতিঘর ছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সাংবিধানিক সংকটকালে তিনি বিজ্ঞ আইনি পরামর্শ দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করেছেন।’

ব্যারিস্টার রফিক-উল হক শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ঢাকা/হাসনাত/মাকসুদ/ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়