ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩৮৩ জনের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ০০:০৫, ৫ নভেম্বর ২০২০
অক্টোবরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩৮৩ জনের

বাংলাদেশে অক্টোবর মাসে ৩১৪টি সড়ক দুর্ঘটনায় ৩৮৩ জন নিহত ও ৬৮৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৪১ জন শিশু।

বুধবার (৪ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাতটি জাতীয় দৈনিক পত্রিকা, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে সবচেয়ে বেশি। সর্বাধিক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৮৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৯ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে রংপুর বিভাগে। এখানে ১৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। একক জেলা হিসেবে ঢাকায় সর্বোচ্চ ২৩টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।

এসব দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪২ জন।

একই সময়ে ৫টি নৌ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সাগরে একটি মাছ ধরার নৌকা ডুবে ২২ জেলে নিখোঁজ রয়েছেন। ১৩টি রেল দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ১৭ জনের।

ঢাকা/সাইফুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়