ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:২৪, ৭ ডিসেম্বর ২০২০
মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

ছবি : জাহিদুল হক চন্দন

সারাদেশে সোমবার (৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ৭২ ঘণ্টা বা আগামী তিন দিন রাতের তাপমাত্রা তাপমাত্রা হ্রাস পেতে পারে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং একই একই বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।  তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়