ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নদী খননের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৭ জানুয়ারি ২০২১  
নদী খননের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

নদী খননের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী।

বৈঠকে উত্তরবঙ্গের (রংপুর বিভাগ) নদীগুলোর খনন কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে যমুনা নদীর গতিপ্রবাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়