ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

উপজেলার ভোটযুদ্ধ

বৃষ্টির বাগড়া, ভোটার উপস্থিতি কম

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৮ মে ২০২৪   আপডেট: ১২:১৪, ৮ মে ২০২৪
বৃষ্টির বাগড়া, ভোটার উপস্থিতি কম

গাজীপুরের একটি ভোটকেন্দ্র। সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ছবি: রাইজিংবিডি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যে কারণে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে খবর পাওয়া গেছে।

কুমিল্লায় উপস্থিতি কম
রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার জানিয়েছেন, কুমিল্লায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম কেন্দ্রগুলোতে। কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর এক ঘণ্টা পার হয়ে গেলেও, একটি ভোটও পড়েনি। এমন চিত্র দেখা গিয়েছে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নূরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।  ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম বলেন, কেন্দ্রটিতে প্রায় ৩ হাজার ভোটার রয়েছে। ভোটাররা ধীরে ধীরে আসবে কেন্দ্রে।  বৃষ্টি হচ্ছে।  যে কারণে ভোটারদের সকালে আসতে সমস্যা হচ্ছে।

পাবনায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধার অভিযোগ
রাইজিংবিডির পাবনা প্রতিনিধি শাহীন রহমান জানান, প্রথম ধাপে পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলা পরিষদের ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণের শুরুতেই সুজানগর উপজেলায় ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব। সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের পক্ষে প্রভাব বিস্তারসহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। আশা করছি, ভোটের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে সহযোগিতা করবেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পাবনায় ভোট দিচ্ছেন একজন প্রার্থী। ছবি: শাহীন রহমান

গাজীপুরে ভোটার উপস্থিতি কম 
রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম জানান, গাজীপুরের ৩টি উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোর থেকে বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে ভোটার শূন্য অবস্থা দেখা গেছে। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে গড়ে ১৫ থেকে ২০টি। তবে বেলা বাড়লে ভোটার আসবে বলে আশা প্রার্থীদের।

গাজীপুরের জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং কর্মকর্তা আবির মাহমুদ বলেন, সকালে বৃষ্টি হওয়ায় ভোটারের উপস্থিতি কম ছিল। তবে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সকাল ৯ টা পর্যন্ত ছয়টি বুথে ২৫টি ভোট পড়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জে ভোটার উপস্থিতি বাড়ার আশা সংশ্লিষ্টদের
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন জানান, গজারিয়া উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সরেজমিনে হোসেনদি ইউনিয়নের জামলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ২০ মিনিটের দিকে গেলে দেখা যায়, পুরো কেন্দ্র ভোটার শূন্য। মহিলা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, সকাল আটটা ২০ মিনিট পর্যন্ত ওই মহিলা বুথে কোনো ভোট পড়েনি বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদা আক্তার। 

এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, ভোর থেকে বৃষ্টির কারণে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। সকাল ৮ টা ২০ মিনিট পর্যন্ত পুরুষ ভোটকেন্দ্রে ২টি ভোট কাস্ট হয়েছে। আশা করছি, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

ঝিনাইদহে উপস্থিতি কম
ঝিনাইদহ সংবাদদাতা শাহরিয়ার আলম সোহাগ জানান, ঝিনাইদহে দুটি উপজেলায় (ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ) প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

পড়ুন: ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়