ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাজারে এলো প্রামাণ্য দলিল ‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৩ জানুয়ারি ২০২১  
বাজারে এলো প্রামাণ্য দলিল ‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’

স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় চার নেতার অন্যতম ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে প্রকাতি হয়েছে প্রামাণ্য দলিল ‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’।

বইটি সংকলন ও সম্পাদনা করেছেন ত্রৈমাসিক ‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদ।

তিনি রাইজিংবিডিকে বলেন, বইটি পাঠের মধ্য দিয়ে অন্য এক সৈয়দ নজরুলকে জানার সুযোগ তৈরি হবে।  পাওয়া যাবে ইতিহাসের এক সফল নায়কের সন্ধান। আত্মত্যাগের মাধ্যমে তিনি কীভাবে নেতা হয়ে উঠেছেন, সংবাদপত্রে ধারণ করা সে সময়ের চিত্রই ফুটে উঠেছে এই বইতে।

বইটিতে ১৯৬৪ সাল থেকে ১৯৭৫ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের রাজনৈতিক জীবনের ধারাবাহিক উত্থান, কর্ম ও ভূমিকা প্রামাণ্যরূপে বিবৃত হয়েছে।

বইটিতে ১৯৬৪-১৯৭৫ সাল পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক বাংলা এবং মুক্তিযুদ্ধকালীন পত্রিকা ‘জয়বাংলা’ ও ‘বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকার সংবাদগুলো স্থান পেয়েছে।

বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন।  দাম রাখা হয়েছে ৮০০ টাকা।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়