ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

এমপিওভুক্ত হচ্ছেন সহস্রাধিক শিক্ষক-কর্মচারী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৭ জানুয়ারি ২০২১  
এমপিওভুক্ত হচ্ছেন সহস্রাধিক শিক্ষক-কর্মচারী

এমপিওভুক্ত হচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে স্কুলের ৯১৮ জন ও কলেজের ২৯৩ জন।

রোববার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ভবনে ওই সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ৯১৮ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫১ জন, চট্টগ্রাম অঞ্চলের ৭৬ জন, কুমিল্লা অঞ্চলের ৫৯ জন, ঢাকা অঞ্চলের ১৩৪ জন, খুলনা অঞ্চলের ১১৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৫৯ জন, রাজশাহী অঞ্চলের ১২৫ জন, রংপুর অঞ্চলের ১৩০ জন এবং সিলেট অঞ্চলের ৭১ জন।

অপরদিকে, কলেজের ২৯১ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৮ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১ জন, কুমিল্লা অঞ্চলের ২ জন, ঢাকা অঞ্চলের ২৩ জন, খুলনা অঞ্চলের ৬৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩২ জন, রাজশাহী অঞ্চলের ৪৪ জন, রংপুর অঞ্চলের ৭৩ জন এবং সিলেট অঞ্চলের ১৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এছাড়া, অফলাইনে আবেদন করা একজন এমপিওভুক্ত হয়েছেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়