ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একুশে পদক পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২১
একুশে পদক পাচ্ছেন যারা

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ ব্যক্তিকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যারা ২০২১ সালে একুশে পদক পাচ্ছেন তারা হলেন—
ভাষা আন্দোলন (মরণোত্তর) মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), ভাষা আন্দোলন (মরণোত্তর) শামসুল হক, ভাষা আন্দোলন (মরণোত্তর) অ্যাডভোকেট মরহুম আফসার উদ্দীন আহমেদ।

শিল্পকলা (সঙ্গীত) বেগম পাপিয়া সারোয়ার, শিল্পকলা (অভিনয়) রাইসুল ইসলাম আসাদ, শিল্পকলা (অভিনয়) সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), শিল্পকলা (নাটক) আহমেদ ইকবাল হায়দার, শিল্পকলা (চলচ্চিত্র) সৈয়দ সালাহউদ্দীন জাকি, শিল্পকলা (আবৃত্তি) ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিল্পকলা (আলোকচিত্র) পাভেল রহমান।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)।

সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড.সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ‌্যাপক ড. কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত‌্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ। 

আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়