ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না: তাপস

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১৮ মার্চ ২০২১  
বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘পঁচাত্তরের পরে বিভিন্ন চক্র মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আজ প্রমাণিত, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতির অন্তরে বাস করেন। যিনি স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি চিরন্তন।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ঘোষণা নিয়ে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, অভিযোগ করে ডিএসসিসি’র মেয়র বলেন, ‘১৯৭১ সালের ২৭ মার্চ কেউ একজন নাকি বেতারকেন্দ্র স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই থেকে নাকি স্বাধীনতা হয়ে গেছে! যেকোনো ব্যক্তি ঘোষণা দিলেই স্বাধীনতা হয়ে যায় না। স্বাধীনতা ঘোষণার জন্য অধিকার লাগে। সুতরাং যে কেউ বেতারকেন্দ্র থেকে কিছু পাঠ করলেই স্বাধীনতা হয়ে যায় না।’

আলোচনা সভার আগে ডিএসসিসি’র আওতাধীন হাসপাতাল ও মাতৃসদনে আজ (১৮ মার্চ) জন্ম নেওয়া ২২ শিশুকে নাগরিক সম্মাননা দেওয়া হয়। পরে সবাই ডিএসসিসির সংগীত শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার প্রদর্শনী ও আতশবাজি উপভোগ করেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়