ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন জন কেরি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:০৮, ৯ এপ্রিল ২০২১
সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন জন কেরি

বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা নিয়ে আসা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর এবারের ঢাকা সফর।

জন কেরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে তিনি ঢাকায় পৌঁছান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে  বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৬ সালের ২৩ আগস্ট এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়