ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ জেলা ও দায়রা জজ বদলি

তরিকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৯ জেলা ও দায়রা জজ বদলি

সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমতিতে সরকার ১৯ জন জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে।  

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান একেএম ইসতিয়াক হোসাইনকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেনকে চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, কুমিল্লার বিশেষ জজ মো. আবুল হোসেন ব্যাপারীকে পাবনার বিশেষ জজ, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শরীফ মোস্তফা করিমকে কুমিল্লার বিশেষ জজ, ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিশেষ জজ মোসাম্মৎ ফজিলা বেগমকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক, বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মুন্সীকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিশেষ জজ, বান্দরবান জেলা ও দায়রা জজ হোসাইন হেলালকে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ফরিদপুরের বিশেষ জজ মো. সফিকুর রহমানকে বান্দরবানের জেলা ও দায়রা জজ, রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএসএম জহুরুল ইসলামকে ফরিদপুরের বিশেষ জজ, চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ খোন্দকার গোলাম মোস্তফাকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, শরিয়তপুরের জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিমকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আতাউর রহমানকে শরিয়তপুরের জেলা ও দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিশেষ জজ মো. মোজাম্মেল হককে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান মিয়া মো. শরীফ হোসেনকে বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইনামুল হক ভূঞাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক, কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সেলিনা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিশেষ জজ, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. নবাবুর রহমানকে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, পাবনার বিশেষ জজ অমুল্য কুমার সরকারকে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জালাল উদ্দিনকে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।  

 

রাইজিংবিডি / তরিকুল / কে. শাহীন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়