ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৯, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:২৭, ২৯ এপ্রিল ২০২১
রাজধানীতে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি

ফাইল ছবি

গত কয়েকদিনের তাপদাহের পর রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। সে সঙ্গে ঝড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাতও ছিল। 

বুধবার (২৮ এপ্রিল) রাত সোয়া ১১টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। ঝড়ো হাওয়া ও বৃষ্টির খবর পাওয়া যায় গাজীপুর থেকেও। এসব এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করে।

আবহাওয়া অফিস বলছে, রাজধানীর ঢাকার বাইরেও কয়েকটি বিভাগে বৃষ্টির খবর পাওয়া গেছে। দমকা হাওয়াসহ বৃষ্টিপাত চলে মধ্যরাত পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানিয়েছিলেন, আজ (বুধবার) দুই অঞ্চল ও তিন বিভাগে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছিল, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তিনি আরও জানিয়েছিলেন, চলতি সপ্তাহে শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়