ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘কষ্ট পাননি’ পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২২ জুন ২০২১  
‘কষ্ট পাননি’ পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সুনামগঞ্জের উন্নয়নের বিষয়ে পাঁচজন এমপির কথায় আমাকে না জানিয়ে রেলমন্ত্রীকে ডিও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এতে আমি বিস্মিত হয়েছি কিন্তু কষ্ট পাইনি।’

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো মতভেদ নেই, উই আর স্টিল ফ্রেন্ড। আমরা মহান সংগঠন আওয়ামী লীগে কাজ করি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করি। কেবিনেটে আছি।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্ট্যাটাস দিয়ে ৫০ বছরের বন্ধুত্বের কথা বলেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের বন্ধুত্ব ৫০ বছরের বেশিও হতে পারে। যে বিষয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা তেমন কোনো বড় বিষয় নয়, নীতিগত বিষয় নয় যে, আমাদের মধ্যে মতভেদ আছে। আমরা দুজনই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি এবং সরকারের সিদ্ধান্ত আমরা শেয়ার করি। এটা সরকারের সিদ্ধান্তের কোনো বিষয় ছিল না। এটা এলাকাভিত্তিক কিছু টানপোড়েন।’

জেলার সংসদ সদস্যদের অসন্তুষ্টি নিয়ে মন্ত্রী বলেন, ‘আমার জেলার সংসদ সদস্যরা আমার কিছু বিষয়ে খুশি নন। এটা আমরা সেটেল করবো। পররাষ্ট্রমন্ত্রীর কাছে বোধ হয় সুনামগঞ্জের এমপি গিয়েছিল। তিনি একটা ডিও দিয়েছেন। তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি মনে করি এটা সঙ্গত ছিল না। কারণ তিনি জানতেন সুনামগঞ্জে ছয় জন এমপি আছেন। আমি যে সুনামগঞ্জের এমপি সেটা তিনি ভালোভাবেই জানতেন। যেহেতু ৫০ বছরের বন্ধুত্ব, তাই আরও বেশি জানার কথা।’

তিনি বলেন, ‘আমি স্ট্যাটাসে বলেছিও পররাষ্ট্রমন্ত্রী জায়গায় যদি অন্য কেউ হতো, সে ফোন করতো যে, কিরে ভাই তোমার এলাকার লোকজন আমার কাছে এসেছে, ব্যাপার কী? তখন আমি বলতাম। আমি অবাক হয়েছি, আমার সাথে কথা না বলে বা জিজ্ঞেস না করে এটা করা হয়েছে। আমি একটু সারপ্রাইজড , বাট আই এম নট শকড। ইট ক্যান রিপেয়ার। ভয়ঙ্কর কোনো ক্ষতি হয় নাই। আমি মনে করি, এটা মিস ইনফরমেশন। আমাদের উভয়ের মধ্যে বড় কোনো মতভেদ আছে বলে আমি মনে করি না।’ 

ঢাকা/হাসিবুল/শাহেদ

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়