ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ, স্বামী-স্ত্রী নিহত 

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১০ জুলাই ২০২১   আপডেট: ১১:৫৬, ১০ জুলাই ২০২১
কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণ, স্বামী-স্ত্রী নিহত 

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ  স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দগ্ধ একই পরিবারের আরও তিন জন হাসপাতালে ভর্তি আছেন। 

শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই জন মারা গেছেন। শুক্রবার রাতে ইয়াসমিন আক্তার ও শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী আব্দুল মতিন মারা যান। আগুনে মতিনের শরীরের ৯২ শতাংশ ও ইয়াসমিন আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।  

এর আগে ৯ জুলাই ভোর ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল মতিন, তার স্ত্রী, দুই মেয়ে আয়েশা (৫), মায়শা (৯) ও শ‌্যালক আবুল খায়ের রায়হান (২৫) দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আয়েশার ৪৬ শতাংশ, মায়শার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়