ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

২ কোটি লোকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২ সেপ্টেম্বর ২০২১  
২ কোটি লোকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশে  ১০০টি শিল্প পার্ক নির্মাণের মাধ্যমে ২ কোটি লোকের কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) কাজিম উদ্দিন আহম্মেদ (ময়মনসিংহ-১১) প্রশ্নের জবাবে সংসদে একথা জানান তিনি । এর আগে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) -এর আওতায় ২০৪১ সালের মধ্যে ৪০ হাজার একর জমিতে পরিবেশবান্ধব ও শিল্প কমপ্লায়ান্স সমৃদ্ধ ১০০টি শিল্প পার্ক নির্মাণের মাধ্যমে ২ কোটি লোকের কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, এ মহাপরিকল্পনায় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ৫০০ একর জমিতে ‘বিসিক ভালুকা শিল্প পার্ক, ময়মনসিংহ’ স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। শিল্প পার্কটি স্থাপিত হলে প্রায় ২ লাখ ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

আসাদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়