Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের দেওয়া ব্যাপক সুযোগ-সুবিধা গ্রহণ করে মাতৃভূমিতে বিনিয়োগের জন্য আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর শুক্রবার রাতে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নিউ ইয়র্ক আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো এই সংবর্ধনার আয়োজন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছান।

প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বলেন, ‘সরকার দেশের এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে।’ 

তিনি বলেন, ‘সারা দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন এবং প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন।’ 

আরও পড়ুন: ‘ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে সবার টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে’

রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন শেখ হাসিনা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশার কথা জাতিসংঘে তুললেন প্রধানমন্ত্রী

ঢাকা/পারভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়