ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

২ শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালুর সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২১ অক্টোবর ২০২১  
২ শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালুর সুপারিশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দুই শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি প্রশিক্ষণের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেহের আফরোজ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। 

ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ে পত্র জারির জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বাল্য বিবাহ রোধকল্পে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে ইউনিয়নভিত্তিক কাজীসহ অন্যান্যদের মাঝে বাল্য বিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া নির্মাণাধীন ‘জয়িতা টাওয়ার’ এ বিপণন কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে একটি আইন/বিধি প্রণয়ন করা, পণ্যের গুণগতমান ও ডিজাইন নিশ্চিত করা এবং ই-জয়িতা ও ই-কমার্স বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

আসাদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়